নানির করা চুরি ও মারধরের অভিযোগের মামলায় অবুঝ দুই শিশুর মা ওয়াসিমা বেগমকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না– এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।
একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদন বুধবার নজরে আনা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ ও রুল দেয়।
গত মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক প্রতিবেদনে কারাগারে থাকা মায়ের জন্য অবুঝ দুই শিশুর কান্নারত ছবি দেখা যায়। শিশু ইয়াছিনের বয়স আড়াই বছর এবং তার বোন টুম্পার বয়স সাড়ে তিন বছর।
বুধবার প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট আদেশে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতকে শিশু দুটির মা ওয়াসিমা বেগমকে জামিন দেওয়ার নির্দেশ দেয়।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
01517856010
ওই প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে শিশু দুটির নানি মোমেনা বেগম তার মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগ করে রাজধানীর বংশাল থানায় মামলা করেন। ওয়াসিমা ও তোফায়েল গ্রেপ্তার হয়ে গত শুক্রবার থেকে কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে দুই শিশুকে দেখভালের কেউ নেই বলে প্রতিবেদনে বলা হয়। গত মঙ্গলবার শিশু দুটিকে নিয়ে তাদের বাবা-মায়ের জামিনের জন্য ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আসেন প্রতিবেশীরা। তবে তাদের জামিন হয়নি। এরই ধারাবাহিকতায় বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. সারওয়ার হোসেন বাপ্পি। তিনি দেশ রূপান্তরকে বলেন, তিনজন আইনজীবী পৃথকভাবে বিষয়টি আদালতের নজরে আনেন। হাইকোর্ট ওই শিশু দুটির মাকে জামিনের নির্দেশ দেয়। উচ্চ আদালতের এ আদেশটির পরপরই তা মেইল ও ফ্যাক্সে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেওয়া হয়।