সব
facebook apsnews24.com
বরিশালে শীতের আমেজ শুরু - APSNews24.Com

বরিশালে শীতের আমেজ শুরু

বরিশালে শীতের আমেজ শুরু

তালহা জাহিদঃ কাঠ পোড়ানো গরমের পরে ঘন কুয়াশার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে শীতের আমেজ। যার কারনে দ্রুত পরিবর্তন ঘটে প্রকৃতি ও পরিবেশের। কচুপাতা, কলা পাতা, আর ঘাসের ডগায় শিশির বিন্দু এক অন্যরকম বৈচিত্রতা এনে দিয়েছে প্রকৃতিতে। যেনো নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। নিয়মিত কমছে তাপমাত্রা। রাতের ঘন কুয়াশা ও ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীত এসে গেছে।

দিনের বেলায় আবহাওয়া হালকা কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে। রাতে লেপ, কাঁথা, কম্বল শরীরে না দিলেই নয়। ভোরে কুঁয়াশার চাঁদরে মোড়ানো থাকছে চারদিক। সকালে চারদিকে কুয়াঁশার অপরূপ সৌন্দর্য্য। সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গেই শিশির বিন্দু উকি মারছে, ঘাষ, কলা পাতা-কচু পাতা, ধানের ডগা আর ফুল ও লাউ গাছের ডগায়। শুধু তাই নয়, চুলের ফাঁকে ফাঁকে শিশিরের জাল বোনা আর কুঁয়াশার চাদরে ঢাকা শীতের সকাল যেন মানুষের অঙ্গ অঙ্গে শীহরনের ছোঁয়া দিয়ে যাচ্ছে।

প্রকৃতি যেন শীতের ছোয়াঁয় আরও অপুরূপ ধারন করছে। রূপের ডালা সাজিয়ে বসে থাকছে প্রকৃতি। নীরব প্রকৃতি, চারিদিকে শীতল হাওয়া। দূর্বাঘাস কিংবা ধানগাছের পাতায় মুক্তোদানার মতো জমাট বাঁধা আছে শিশির-কণা।ভোরের আলো ফোটার পর গ্রামের মানুষ যখন বেরিয়ে আসে, রক্তিম সূর্য তখন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে হাজির হয় লাল আভা নিয়ে। তথ্য মতে এমনটাই উঠে এসেছে।

এছাড়াও মানুষের সাজ পোষাকেও পরিবর্তন এসেছে। লেপ, তোষক, সোয়েটার, চাদর আর পশমী কাপড়ের খোঁজে ছোটাছুটি করছে মানুষ। লেপ, তোষকের দোকান, বিভিন্ন মার্কেট, ষ্টোর আর পুরাতন কাপড়ের দোকানগুলোতে বাড়ছে তাদের আনাগোনা। গতকাল বরিশালের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, পূর্বের চেয়ে বর্তমান সময়ে কৃষকরা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন শীতের সবজি ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে। বেলা বাড়ার সঙ্গে কৃষকের ব্যস্ততা বাড়ে। নতুন ফসলের বীজ বুনতে মাটির বুকে চলে লাঙলের ফলা।

হাট-বাজারে উঠেছে আগাম শীতকালীন বিভিন্ন সবজি।তবে, বৈচিত্র্যময় হলেও শীত কখনোই উপভোগের হয় না খেটে খাওয়া মানুষের কাছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছে টানে না তাদের। গ্রামীণ জনপদে ঢেলে দেয়া প্রকৃতির এ সৌন্দর্য উপভোগের ফুরসত নেই এসব মানুষের। কাঁপন ধরা শীতের পদধ্বনি দুশ্চিন্তায় তারা। এ মানুষগুলোর কাছে শীত মানেই যেন কষ্ট। শীতের পদধ্বনি শঙ্কিত করে তুলেছে খেটে খাওয়া অভাবী মানুষদের। এদিকে ঠাণ্ডা আবহাওয়ায় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বর, সর্দি ও কাশিসহ নানা রোগে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শীতজনিত রোগ থেকে রেহাই পেতে শিশুদের গরম কাপড় পরানো ও ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন :

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন তিনজন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন তিনজন বিচারপতি

বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা

বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

থানচিতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি, থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি

ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম, স্বস্তি নেই মাছ-মাংসে

ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম, স্বস্তি নেই মাছ-মাংসে

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দেশে আইনের শাসন না থাকায় নিরপরাধীরা হয়রানির শিকার হচ্ছে- মির্জা ফখরুল

দেশে আইনের শাসন না থাকায় নিরপরাধীরা হয়রানির শিকার হচ্ছে- মির্জা ফখরুল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj