সব
facebook apsnews24.com
করোনা নিয়ে ইতালি এক ডাক্তারের ভবিষ্যতবাণী - APSNews24.Com

করোনা নিয়ে ইতালি এক ডাক্তারের ভবিষ্যতবাণী

করোনা নিয়ে ইতালি এক ডাক্তারের ভবিষ্যতবাণী

মোঃ জহুরুল ইসলাম

ইতালির এক ডাক্তার বলেছেন, করোনা যে কত ভয়াবহ তা যদি মানুষ জানতো তাহলে জানালা দিয়ে কেউ উঁকি মারার সাহস পেতনা। করোনা সংক্রামক রোগ আইনঃ অনেকেই জানেনা , আবার কেউ কেউ জেনেও মানতে চাইনা বা মানছে না । হাট-বাজার, রাস্তা-ঘাট,দোকান-পাট , মাঠে-ময়দানে ও বাসা-বাড়িতে বিশিষ্ট জন ,চিকিত্সক ও রাষ্ট্র যে নির্দেশনা দেশের আপামর জনগোষ্ঠীকে মেনে চলার আহ্বান জানিয়েছেন , এদেশের জনগোষ্ঠীর অধিকাংশই মেনে চলছে না । আমার ভয় এখানেই ।

এদেশের কিছু কিছু মানুষ সামাজিক ও ধর্মীয় আবেগের বশবতী হয়ে নির্দেশনা না মেনে যত্রতত্র ঘোরাফেরা করছে। তাই আমাদের ভয় ও আশঙ্কা লাঘবের একমাত্র অবলম্বন , আমাদের অভিভাবক , রাষ্ট্র । একমাত্র রাষ্ট্রীয় অনুশাসনই পারে তাদের কৌশল , অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে মানুষ যেন এভাবে আর ঘোরাফেরা করতে নাপারে । তাঁর জন্য চরম ভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে । রাস্তা ঘাট , হাট বাজার ,ঘন বসতি এলাকা এ ছাড়া আরও যেসমস্ত জায়গায় প্রয়োজন মনে হয় সে সব জায়গায় জীবনু নাশক ঔষধ স্প্রে করতে হবে । এছাড়া মুদি দোকান ও সব্জির দোকানে কি উপায়ে সংগ্রহ সংরক্ষণ করবে সে বিষয়েও জনগনকে সচেতন করে তুলতে হবে ।

বেশ কয়েক দিন বর্তমান পরিবেশ পরিস্থিতির কারনে করনা সংক্রমনের ভয় থাকায় বাহিরে বের হয়নি তাই ভাবলাম বাহিরে একটু দেখি কি অবস্থা বিরাজমান তাই বের হওয়া । ভোর বেলা ভোরের আলোই আলোকিত হয়ে দলে দলে দলবদ্ধ হয়ে চায়ের দোকানে চা পান করার নামে আড্ডা করে চা পান , অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করার সাথে সাথে নিজেদের সার্থ হাসিল করার কুপ্রবণতার যে চিরাচরিত অভ্যাস তা এখনও বদলাতে পারেনি এবং পারেনি বলেই গন-জমায়েত ঘটিয়ে আত্মপ্রকাশ করার অপপ্রয়াস চালানোর প্রতিফল যে কতটা ভয়াবহ রুপ নিতে পারে তা ভুলে যাচ্ছে ও দেশ ও দেশের মানুষকে এক মহা-বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

অটো রিক্সা-ভ্যান , মোটর বাইক ও ইজিবাইকে যে ভাবে চলাফেরা করছে এর কোনটিতেই সামাজিক দুরত্ব বজায় থাকছেনা বা রাখছেনা। এদিকে করনা ভাইরাস গান গেয়ে চলেছে – মিলনের দিন বয়ে যায় প্রিয়া বয়ে যায় দিন, ধ্বংসের বাণী হাতে লয়ে আমি উদাসীন। তাই সামাজিক দুরত্ব বজায় রাখা , সচেতনতার বিস্তার লাভ ও প্রশাসনিক ভাবে সুফল আনায়নের সকল প্রক্রিয়া কাজে লাগানোর কার্যকরী পদক্ষেপ হাতে নিতে হবে ।

এপিএস/টিআই এন

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj