নাহিদ শাহীন
আজ থেকে আরো কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মাঠে নামছে দেশপ্রেমিক মহান সেনাবাহিনী। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আঘাতে লন্ডভন্ড পুরো বিশ্ব। স্তব্ধ ও স্তম্ভিত মানুষের জীবন যাত্রা। পরাক্রমশালী দেশগুলোও তাদের নাগরিকগনের জীবন বাঁচানোর ব্যর্থতার গ্লানিতে নতজানু। অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে নিয়ে ভয়ানক করোনা ভাইরাসের ছোবল থেকে দেশ ও জনগনকে বাঁচাতে ঘরে থাকা ও লক ডাউন পদ্ধতিকে প্রতিকার ও প্রতিরোধের উত্তম পন্থা হিসেবে বেছে নিয়েছে।
বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই প্রান হারিয়েছে ছয় জন। আক্রান্তের সংখ্যা ছাপ্পান্ন জন।
তাই সরকারও সারাদেশে লক ডাউন ও জনসাধারণের ঘরে থাকা ও নিরাপদ জীবনের সিদ্ধান্তে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারী ও বেসরকারি অফিস আদালতসমূহ সরকারী ছুটি ঘোষনা করে। দীর্ঘ মেয়াদের ছুটি পেয়ে আইন ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি গুরুত্ব না দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে কোটি মানুষ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ অমানবিক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার রাষ্ট্রের জনগনের জীবন-মানের সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারী ছুটি বাড়িয়ে আবারও ১১ এপ্রিল করেছেন।
তথাপিও জনসাধারণ মারাত্মক ভয়াবহ করোনা ভাইরাসের মৃত্যু আতংককে এড়িয়ে রাস্তায় নেমে এসেছে। কারণে অকারণে রাস্তা পাড়া মহল্লা আগের মতোই সরগরম করে তুলেছে। ফুটপাতে লোক, হাট বাজারে লোক, গাড়ির সারি রাস্তায়। ট্রাফিক পুলিশ হিমসিম খাচ্ছে অসচেতন জনগন গাড়িকে নিয়ন্ত্রণ করতে। নেই জীবন নাশের ভয়, আতংক। নেই নিয়ম ও আইন মানার প্রবণতা। প্রতিদিন যেখানে বিভিন্ন দেশে প্রানঘাতী করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে হাজারও প্রান সেখানে বাংলাদেশের জনগন বেখেয়ালি ভাবাবেগ হীন। মানছে না ঘরে থাকার বিধি নিষেধ, মানছেনা সামাজিক দুরত্ব, মানছেনা স্বাস্থ্য বিধি, হোম কোয়ারান্টাইনও মানছে না।
তাই সবদিক বিবেচনা করেই সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে জনগনের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা শক্তহাতে নিয়ন্ত্রণ করতে বিশেষ আদেশ প্রদান করা হয়েছে। সে অনুযায়ী আজ থেকে সেনাবাহিনী কঠোর রূপে ফিরবে। ব্যাপক হারে এই করোনা ভাইরাসের সংক্রামক রোধে ধারণা করা যায় গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই শারীরিকভাবে লাঞ্ছনা ও অপমানজনক দন্ড, আর্থিক জরিমানা এমনকি জেলও হতে পারে। থাকবে মোবাইল কোর্টও। পাশাপাশি পুলিশবাহিনীও কঠোর হাতে জনসাধারণের অবাধ চলাফেরা এবং বাইরে এসে সামাজিক দুরত্ব বিনষ্ট করা নিয়ন্ত্রণ করবে।
নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েই বৈশ্বিক মহামারি এই প্রানঘাতী করোনা ভাইরাসের হাত থেকে দেশের জনগনকে রক্ষা করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এখন প্রয়োজন জনগণের ব্যাপক সচেতনতা।
নাহিদ শাহীন, আইনজীবী ও লেখক