নাহিদ শাহীন
জোকস না বাস্তবতা?
#সাংবাদিকঃ ত্রাণ পেয়েছেন?
রিকশাওয়ালাঃ জ্বে পাইছি।
সাংবাদিকঃ কি জাতীয় ত্রাণ পেলেন?
রিকশাওয়ালাঃ এ্যাই একটা মুহোশ( মাস্ক) আরেকটা আইফ বয়( লাইফ বয়) সাবান।
সাংবাদিকঃ আর কিছু পাননি?
রিকশাওয়ালাঃ না, এই দুইডা হাতে ধরাইয়া দিয়া নেতা কইছে সাবান দিয়া হাত ধুবি
আর মুহোশ পইড়া ঘরে বইসা থাকবি, বাইরে যাওয়া আর মুখ একদম বন্ধ।
#সাংবাদিক বেহুশ।
#সাংবাদিকঃ গভর্নর মহোদয়, আপনার স্টেটে এতো মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো, আপনি কিছুই করতে পারলেন না?
গভর্নরঃ পারবো কি করে বিরোধী দলের এতো ষড়যন্ত্র থাকলে, সব দোষ বিরোধী দলের।
সাংবাদিকঃ কিন্তু আপনার স্টেটে তো বিরোধী দলই নেই, আগামী নির্বাচনে বিরোধী দল আসবে।
গভর্নরঃ তাহলে যারা আসবে এই দোষ তাদেরই হবে। আমার নয়।
#সাংবাদিক বেহুশ।
নিয়ম অমান্য করে রাস্তায় নেমে পড়েছে জনসাধারণ।
#সাংবাদিকঃ আচ্ছা আপু আপনি জানেন তো লক ডাউন চলছে, ঘর থেকে বের হওয়া এখন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া।
পথচারী মহিলাঃ এইসব আমি জানি।
সাংবাদিকঃ জানেন! তারপরও কেনো বাইরে বের হয়ে আসলেন?
পথচারী মহিলাঃ এই এমনিই। ধরেন খুশিতে, ঘুরতে, বেড়াইতে।
#সাংবাদিক বেহুশ।
সাংবাদিকঃ ভাইজান, আপনি রাস্তায় দাঁড়িয়ে এতো মানুষের জটলা পাকিয়ে ত্রান দিচ্ছেন। একজনের গায়ে আরেকজন হুমড়ি খেয়ে পড়ছে, এতে সামাজিক দুরত্ব বিনষ্ট হচ্ছে। আপনি আইন নিয়ম স্বাস্থ্য ঝুঁকি কোনোটিই মানছেন না। আশ্চর্য।
বিত্তশালী লোকঃ আরে ভাই দিবো তো মাত্র একশো প্যাকেট, দ্রুত চলে যাবো।
সাংবাদিকঃ একশো প্যাকেটের জন্য তো এক হাজার মানুষ জড়ো করেছেন, তাছাড়া Facebook এ লিখেছেন আজ এক হাজার প্যাকেট বিতরণ করবেন।
বিত্তশালীঃ আরে ভাই Facebookকে তো মিথ্যে কথা বললে বা ছবি post করলে ধরতে পারে না কেউ। বুঝলেন না? এই নিন দুই হাজার টাকা। আপনি দয়া করে প্রচার করে দিবেন কুতুব (ছদ্ম নাম) সাহেব আজ এক হাজার প্যাকেট খাদ্য গরীব অসহায়দের মাঝে বিতরণ করেছেন।
সাংবাদিকঃ বেহুশ
পুনশ্চ আজ থেকে মহান দেশ প্রেমিক সেনাবাহিনী আবার কঠোর ব্রত নিয়ে নামছে রাজপথে পাড়ায় মহল্লায়। দ্রুত সবাই ঘরে যান। নিরাপদ জীবন রক্ষায় ঘরই হতে পারে একমাত্র ভেকসিন বা প্রতিষেধক।
কাউকে বিব্রত করা বা কটাক্ষ নয়। এগুলো সমাজের বাস্তব চিত্র। তবে কেউ কেউ মহৎপ্রাণ হয়ে এই সমাজেই নিরবে নিভৃতে মানবিক সেবা করে যাচ্ছে। পরিচ্ছন্ন হৃদয়ে এগিয়ে আসছে মানুষের চরম দুঃসময়ে। প্রচারে নেই। তাদের প্রতি সালাম ও কৃতজ্ঞতা। ভালো থাকুক সকল মানুষ। ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক পুরো বিশ্ব। সৃষ্টিকর্তা সকল অকল্যাণ দূর করুন। আমিন।
নাহিদ শাহীন, আইনজীবী ও লেখক