সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ, যুগ্ম আহ্বায়ক একে মাহমুদ, সুমনা আক্তার লিলি, শেখ মো.আবুল হাসনাত বুলবুল, আইনুল ইসলাম বিশাল তথা আহ্বায়ক কমিটির সদস্য গণের ডাকে আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় বার কাউন্সিলের সংস্কার ও অন্যান্য দাবী সহ প্রধান ৩ দফা দাবীতে শিক্ষানবিশ আইনজীবীদের মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের যুগোপযোগী সংস্কার সহ অন্যান্য দাবীর মধ্যে প্রধান ৩ দফা দাবী হলঃ-
১) ২০১৭ ও২০২০ সালের MCQ উত্তীর্ন শিক্ষানবিশ আইনজীবীদেরকে এ্যাডভোকেট তালিকাভুক্তি এবং অপেক্ষমাণ প্রায় ৭০,০০০ (সত্তর হাজার ) শিক্ষানবিশ আইনজীবীদের পরীক্ষার তারিখ ঘোষনা করতে হবে ।
২) হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষাও দুই ধাপে সম্পন্ন হয়। এনরোলমেন্ট পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা তুলে দিয়ে প্রিলিমিনারি ও ভাইভা এই দুই ধাপে নিম্ন আদালতের আইনজীবী তালিকাভুক্তি সম্পন্ন করতে হবে।
৩) অবিলম্বে নির্বাচিত আইনজীবীদের নের্তৃত্বে এনরোলমেন্ট কমিটি গঠন করতে হবে ।
প্রিলিমিনারী পাশকৃত (২০১৭ ও ২০২০) সালের রিটেন পরীক্ষার তারিখ ২৬ সেপ্টেম্বর ঘোষনা করা হলেও তার রেজাল্ট দিতে দেরী হওয়ায় ও করোনার কারনে সে পরীক্ষা নেওয়া অনিশ্চিত বলে পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা প্রশ্ন আছে।
শিক্ষানবিশগন সঠিক সময়ে পরীক্ষা নেবার জন্য নানা সময় ক্ষুদ্র পরিসরে বা একা প্রতিবাদ করে আসছেন নানা সময়। অনেকেই স্মারকলিপি ও বিভিন্ন পোর্টাল ও জাতীয় দৈনিকে লেখালেখি করেও ফল না পাওয়ায় এই করোনা কালীন সময়ে বাধ্য হয়েই তাদের দাবী আদায়ে অনশন করে যাচ্ছে। তাদের এ আন্দোলন প্রায় একমাস ধরে চলমান। বৃষ্টিতে ভিজে রোদে পুরেও যেমন তারা আন্দোলনের ছিলো তেমন তারা গত পবিত্র ঈদ আন্দোলনের মাঠে উদযাপন করেন। কোন কিছুুতেই ফল না হওয়ায় তারা ৩ সেপ্টেম্বর মহাসমাবেশের ডাক দেন।