সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত। করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। যদিও এরই মধ্যে রাশিয়া প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। তবে চিকিৎসাবিধি ও স্বাস্থ্যনীতির নিয়ম না মেনেই রাশিয়া ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাশিয়ার ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আশা জাগিয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন নিয়ে অভাবনীয় ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি জানিয়েছেন, এই ভ্যাকসিন সাফল্য পেলেই তা গোটা দেশে বিনামূল্যে বিতরণ করা হবে।
মঙ্গলবার মরিসন বলেন, যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়বাসীর জন্যে তা বিনামূল্য দেওয়া হবে।
উল্লেখ্য, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন রয়েছে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে। মেলবোর্নের প্রতিষ্ঠান সিএসএল-এর ভ্যাকসিন উৎপাদন লাইসেন্সের জন্য জোর তদ্বির করছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।
গত রবিবার ভ্যাকসিন উৎপাদনকারীদের সঙ্গে দুটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী হান্ট। তিনি বলেন, এখনও আমরা নিশ্চিত নই। তবে আমরা বাস্তব অর্থেই আশাবাদী।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়া একটি চুক্তি করছে বৃটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের আবিষ্কার করা টিকা উৎপাদন করবে এই সংস্থা। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী বছরের প্রথম ভাগেই ভ্যাকসিন উৎপাদন নিশ্চিত করা যাবে এবং কয়েক সপ্তাহের মধ্যে তা ব্যাপক হারে উৎপাদন সম্ভব হবে। আর তা হলেই অস্ট্রেলিয়ার বাসিন্দাদের জন্যে আগাম সুখবর শুনিয়ে রাখলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সূত্র: ডেইলি মেইল।