যশোরের মণিরামপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে শুক্রবার বিকেলে সেই ছবি নিজ মোবাইলে ধারণ করেছিলেন সেখানকার সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসান।
এই ছবি ভাইরাল হলে ব্যপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরদিন আজ শনিবার সকালে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জনপ্রশাসন সচিব গনমাধ্যম ও অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ শনিবার বিভাগীয় কমিশনার প্রথম আলোকে বলেন, ওই এসি ল্যান্ডকে অব্যাহতি দিয়ে কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার প্রকৃত ঘটনা তদন্ত করে দেখে মাত্রা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন।
মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাঁদের ছবি তোলার ঘটনা গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাইয়েমা হাসানের নাম চলে আসে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এপিএস/এনএসটি