অনিক আহমেদ: করোনা পরীক্ষার জন্য র্যাপিড টেস্ট কিটের কাঁচামাল অামদানির জটিলতা এখনো কাটেনি। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিঅার কোভিড-১৯ ডট ব্লট কিটের জন্য পর্যাপ্ত কাঁচামাল অানতে না পারায় গবেষণা চালিয়ে যেতে সমস্যা হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) হাসপাতালের বেডে বসে গণমাধ্যমকে এই অাক্ষেপের কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘অাপনার যত জায়গায় ইচ্ছা পরীক্ষা করান। কিন্তু অামাকে তো গবেষণার সুযোগ দিতে হবে। সারা পৃথিবীতে এই কাঁচামালের স্বল্পতা রয়েছে। অামরা অারও ৬ মাস অাগে বুক করে রেখেছি। কিন্তু তাদের অথরাইজেশন লেটার না থাকার কারণে এখনো অানতে পারিনি।’ করোনা থেকে সুস্থ হওয়া ৭৯ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্য খাতের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের দাম নিয়ে অসন্তোষ জানান তিনি অারও বলেন, ‘ধাপ্পাবাজি বন্ধ করেন। ১ হাজার লিটার অক্সিজেনের দাম পড়ে ৭০ টাকা। কিন্তু তাঁরা অাদায় করছে ৭ হাজার থেকে ৭০ হাজার টাকা।’ ডা: জাফরুল্লাহ বলেন, ‘প্রাথমিক অবস্থায় বাড়িতে চিকিৎসা করলে করোনা শতভাগ নিরাময় হয়। হাসপাতালে সেটা (৮০-৯০) শতাংশ। তবে খরচ হচ্ছে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। অার অাইসিইউতে যদি গেছো, তবে গলা কাটা।’ যোগাযোগ: ০১৭৩৬ ২৮৬৫৬২