তালহা জাহিদঃ “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন ও সফল করতে বাংলাদেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান’ এর উদ্যোগে বরিশালের উজিরপুর সাতলা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহন করেন।
আজ ৫ জুলাই রবিবার সকালে উজিরপুরে সাতলা ইউনিয়নের সাতলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষ রোপণ করে এ কর্মপরিকল্পনার শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাতলা স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি আবিদ আল হাসান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সাতলা ফ্রেন্ডস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিক বালী, কোষাধ্যক্ষ এনামুল বিশ্বাস, সাবেক সভাপতি জাহিদ বালী, তাজিন শরিফ, বাপ্পী বালী সহ আর আনেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
এব্যাপারে ছাত্রলীগ নেতা আবিদ আল হাসান’ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে সফল করতে, “মুজিবর্ষের আহবান ৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে সাতলা ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশত চারা রেপন করা হবে।
তিনি আরো বলেন, সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে,
দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে এই নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নির্দেশনায় বলা হয়েছে-প্রতিটি নেতাকর্মীকে ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপন করতে হবে। শুধু তাই না বৃক্ষরোপণ করার পর সেই ছবি ও নিজের নাম ইউনিটের নাম দিয়ে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের নির্দেশও দেওয়া হয়েছে।