চারদিনের ব্যবধানে করোনা আক্রান্ত বিচারকের সংখ্যা ৩৭ জন থেকে ৪০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
সাইফুর রহমান বলেন,আজ ৩ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারি এবং অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারি করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকগণের মধ্যে ১ জন মৃত্যুবরন করেছেন, ১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ইতিমধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকী ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসা গ্রহন করছেন।
গত ২২ মে সর্বপ্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এ আক্রান্ত হন । বর্তমানে তারা সুস্থ হয়েছেন।
এর আগে গত ২৯ জুন সারাদেশে অধস্তন আদালতের ৩৭ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারি এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারি করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল।
এপিএস/৩জুলাই/পিটিআই