খালিদ হোসেন মিলু বদলগাছী প্রতিনিধি :করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষকদের আর্থিক প্রণোদনার দাবীতে নওগাঁর বদলগাছীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশান বদলগাছী শাখার আয়োজনে উপজেলা সংলগ্ন রাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বদলগাছীতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধনে অংশগ্রহণকারিরা- সোনার দেশ
মানববন্ধনে এজি মেমোরিয়াল স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বদলগাছী উপজেলা শাখার উপদেষ্ঠা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বাংলাদেশ কিন্ডার গার্টেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মন্জুর মোর্শেদ।
আরো বক্তব্য দেন, শাপলা কেজি স্কুলের পরিচালক মেহেদী হাসান মিল্টন, আলফা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান, আইডিয়াল কেজি স্কুলের পরিচালক রাজ সিংহ, গোবরচাপা স্কুলের পরিচালক ফারুক হোসেন প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের মাধ্যেমে নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৩ শ শিক্ষক অংশ গ্রহণ করেন।
তাং ২/৭/২০২০খালিদ হোসেন মিলুবদলগাছী নওগাঁ