হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বাংলাদেশ প্যারামেডিকেল এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নোভেল করোনা কোভিড-১৯ বিষয়ে জনসচেতনতা এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে আজ বুধবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ। এতে উপস্থিত ছিলেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ইউপি সচিব আলতাব হোসেন।
চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর জেলা প্যারামেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ রহিম মিয়া, গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ডাক্তার জিয়াউল হক সিদ্দিকী, পীরগাছা উপজেলার সভাপতি ডাক্তার মনিরুজ্জামান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক ডাক্তার নূর মোহাম্মদ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য ডাক্তার আশরাফুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, ডাক্তার আশিক কুমার, ডাক্তার মেরাজুল ইসলাম। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১০০ জন রোগীকে চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করা হয়।
এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা জানান, ফ্রি চিকিৎসাপত্র এবং ওষুধ পেয়ে তারা পাওয়ায় মহাখুশি। ইউপি চেয়ারম্যান জানান, করোনার এই সংকট মহুতে গ্রাম-গঞ্জে এসে ফ্রি চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করা একটি মহৎ উদ্যোগ।
এপিএস/৩জুন/সুন্দর/বেল্লাল