আজি মনের তরী ভাসিয়ে দিলাম
অঝোর বৃষ্টি ধারায়
ভাবনাগুলো হৃদয় মাঝে
তারার দীপ জ্বালায় ।।।
মেঘ বৃষ্টির খেলা শেষে
স্বর্ণালী রোদ হাসে
সপ্ত রঙের রঙধনুটি
পূর্ব দিকে ভাসে ।।।
দিনের আলো হারিয়ে যায়
বুনো হাঁসের ধূসর ডানায়
সিঁদুরে মেঘের কোলে এসে
সন্ধ্যা তারা ঠাঁয় দাঁড়ায় ।।।
বৃষ্টিমুখর দিবস হঠাৎ
কোথায় হয় নিরুদ্দেশ
মনের গহীন কোণে জাগে
আলতো ছোঁয়ার সূক্ষ্ণ আবেশ ।
আয়েশা সিদ্দিকা লোপা
অ্যাডভোকেট
জজ কোর্ট, রংপুর।।