রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ আরোহীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে।
বিমানটি এন-২৬ মডেলের। নিখোঁজের সময় বিমানটিতে ২৯ জন আরোহী ছিলেন। খবর রয়টার্সের
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান এবং উদ্ধারকারী টিম বিমানটি খোঁজার কাজ শুরু করেছে। বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
পেট্রোপাভলভস্ক থেকে কামচাটকা যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। কন্ট্রোর টাওয়ারের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগের সময় সেটি পেনিনসুলার পালানা গ্রামের উপর দিয়ে উড্ডয়ন করছিল।
বিমানটি নিখোঁজের সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলে স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।