স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। দেশের জনগণের সহনশীলতা ও নেতৃত্বের প্রজ্ঞা সেখানে প্রতিফলিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী, শান্তি বজায় রাখা, আরও উন্নয়ন এবং জনগণের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজনের পঞ্চম দিন বাদশা আব্দুল্লাহর পক্ষে ভিডিওবার্তায় কথা বলেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাদাফি।
বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ওআইসিসহ বহুপক্ষীয় ফোরামেও আমাদের একীভূত কার্যক্রম রয়েছে। সংঘাতমুক্ত, স্থিতিশীল ও শান্তিময় বিশ্ব গড়ার লক্ষ্যে আমাদের এই তৎপরতা।’
বার্তায় বলা হয়, দুই দেশের মানুষের সেবার জন্য জর্ডান পরস্পরের মঙ্গলজনক সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক। শরণার্থী সঙ্কট ও সন্ত্রাসবাদের মত আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলাতেও দেশটি একসঙ্গে কাজ করতে আগ্রহী।