সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে অচল ও অকেজো যন্ত্রপাতি মেরামত করে সচল করা, সঠিক রোগ নির্ণয়ে পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে।
রবিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী জে আর খান রবিন ও শাম্মী আক্তার এ নোটিস পাঠান।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
01517856010
অ্যাডভোকেট জে আর খান রবিন জানান, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার। এটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি নেই এবং বিদ্যমান যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই অকেজো ও অচল। সেগুলো মেরামত করে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অর্থ বরাদ্দ হলেও তা যথাযথ কাজে ব্যবহৃত না হওয়ায়, একদিকে দেশের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও জানান, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দেশের মানুষের সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির অন্তভুক্তকরণসহ সব অকেজো যন্ত্রপাতি মেরামত করে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ব্যত্যয় হলে এ বিষয়ে নির্দেশনা পেতে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।