নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বসবে। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে।
সাংবিধানিক বাধ্য-বাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সংসদের সদস্য শামসুল রহমান শরীফ মারা যাওয়ায় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।
সূত্র কালের কন্ঠ অনলাইন।