সব
facebook apsnews24.com
করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান - APSNews24.Com

করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান

করোনা প্রচারাভিযানে দুর্ঘটনার শিকার এসিল্যান্ড ডা.  কাজী নাজিব হাসান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রচারাভিযান চলানোর সময় দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত যশোরের ঝিকরগাছা উপজেলার সহকারি কমিশনার-ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

বুধবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাজিব হাসান করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে যশোরের ঝিকরগাছা বাজার লাগোয়া এলাকায় প্রচার চালাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে যায়। যশোরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার অগ্নাশয়ে সংক্রামণ হয়েছে এবং বিষয়টি আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার বিষয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমদের চেষ্টায় অসুস্থ কর্মকর্তাকে ঢাকার সিএমএইচে আনার ব্যবস্থা করা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সব সময় সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগের ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’র আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়াসহ জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন দিচ্ছে। এর ধারাবাহিকতায় মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে এসিল্যান্ডকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এপিএসস/ ১ এপ্রিল/ টিএফসি)

আপনার মতামত লিখুন :

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

পুরোনো প্রেম ভুলবার নিনজা টেকনিক

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সময়টা দীর্ঘ হচ্ছে কি! নাকি ফেরত আনবে বিসিবি

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj