শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটি হঠাৎ ই পরিণত হয় ধ্বংসস্তুপে।মুসল্লিরা ছিলেন এশা’র সালাতে মগ্ন।শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত তিতাস গ্যাস কোম্পানির চরম গাফিলতির কারণেই এতো বড় দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, এসি বিস্ফোরণ নয়,তিতাস গ্যাসের গ্যাস লাইন লিকেজ থেকে গ্যাস বের হয়ে মসজিদের মধ্যে জমা হয়েছিল, মসজিদটি মিথেন গ্যাসে পরিপূর্ণ ছিলো।আদতে কপাট বন্ধ থাকায় গ্যাস চেম্বারে পরিনত হয়েছিল।এর থেকেই কোনভাবে আগুন লেগেছিল। অত:পর ভয়ংকর বিস্ফোরণ। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও বিধ্বস্ত মসজিদের ফ্লোর থেকে গ্যাসের বুদবুদ বের হতে দেখা যায়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদ কর্তৃপক্ষ
লিকেজ ঠিক করে দেওয়ার জন্য তিতাস গ্যাসে কয়েকদফা আবেদন করেছিল, সেখানকার তিতাস কর্তৃপক্ষ ৫০,০০০/- টাকা ঘুষ দাবি করেছিল।দিতে পারেনি তাই লিকেজ সারাই হয়নি।এতো বড় দুর্ঘটনার পর টনক নড়ে তিতাসের। লিকেজ সারাতে শ্রমিক পাঠায় তারা। সময়মত ব্যবস্থা নিলে হয়তো এতো বড় দুঘর্টনা থেকে রেহায় পেতেন মুসল্লিরা।
তথ্যসুত্র: সময় নিউজ