প্রশাসনের অতিরিক্ত সচিব পদে শিগগির পদোন্নতি হতে যাচ্ছে। এ জন্য মঙ্গলবার থেকে এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) বৈঠক বসছে।
মাসের শেষ সপ্তাহে পদোন্নতির সুপারিশ চূড়ান্ত হতে পারে। তবে এ যাত্রায় উপসচিব পদে ২৭তম ব্যাচের পদোন্নতি হচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনই আভাস দিয়েছে।
সূত্র জানায়, অতিরিক্ত সচিব পদে ১৩তম ব্যাচের পদোন্নতি প্রস্তুতি জুলাই মাসে শুরু হয়। তবে শোকের মাস চলে আসায় সেটি আর বেশিদূর এগোতে পারেনি। গেল ঈদের আগে পদোন্নতিপ্রত্যাশীদের মধ্যে অনেকেই চেষ্টা তদবির করেছিলেন।
কিন্তু সরকারের নীতিনির্ধারক মহল তাতে সায় দেয়নি। আশার কথা, কিছুটা বিলম্ব হলেও কাল মঙ্গলবার থেকে এসএসবির বৈঠক বসছে। টানা তিন দিন বৈঠক চললে বৃহস্পতিবারের মধ্যে সুপারিশ চূড়ান্ত হতে পারে। সে হিসেবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পদোন্নতির দেখা মিলতে পারে।
প্রসঙ্গত, এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ার জন্য ১৩তম ব্যাচকে বিবেচনায় নেয়া হচ্ছে। এ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন ২০১৭ সালের ২১ ডিসেম্বর। ইতোমধ্যে তাদের যোগ্যতা অর্জনের দু’বছর পার হয়েছে। অতিরিক্ত সচিব পদে সর্বশেষ পদোন্নতি হয় ২০১৯ সালের ২৩ অক্টোবর।
এদিন পদোন্নতি পান ১১ ব্যাচের কর্মকর্তারা। তবে এবারের পদোন্নতিতে লেফটআউটসহ দেড় শতাধিক কর্মকর্তার প্রস্তাব পর্যালোচনা করবে এসএসবি।
এদিকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ২৭তম ব্যাচকে নতুন হিসেবে বিবেচনায় নেয়া হবে। কিন্তু অতিরিক্ত সচিবের সঙ্গে এই ব্যাচকেও পদোন্নতি দেয়ার প্রস্তুতি থাকলেও অনিবার্য কারণে সেটি এ যাত্রায় হচ্ছে না। এক মাস বিরতি দিয়ে অক্টোবরে তাদের পদোন্নতির ব্যাপারে এসএসবি বসতে পারে।
যদিও এই ব্যাচের পদোন্নতি গত বছর নভেম্বর থেকে ঘুরপাক খাচ্ছে। ব্যাচের ২৫০ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ২৪২ জন। এর মধ্যে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ইতঃপূর্বে ১৮৬ জন থাকলেও সেটি এখন বেড়ে ২শ’ অতিক্রম করেছে। ২৭তম ব্যাচের কর্মকর্তারা গত বছর জুনে পদোন্নতির যোগ্যতা অর্জন করেন।
মার্চ থেকে পদোন্নতি প্রক্রিয়া শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে যায়। এর আগে উপসচিব পদে ২৫তম ব্যাচের পদোন্নতি হয় ২০১৮ সালের ২৪ অক্টোবর।