রেল ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের যে শর্ত দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। তবে রেলের টিকিট কিনতে আগের মতোই জাতীয় পরিচয়পত্র লাগবে। এক পরিচয়পত্রে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট কেনা বা ভ্রমণ করা যাবে।
বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের সেই শর্ত শিথিল করা হলো। ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। এদিকে আগামী ২৭ আগস্ট থেকে রেলের বহরে আরও ১৮ জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। যাত্রীদের চাহিদা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্র্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তী সময়ে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রীসংকটে দুই জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়।
গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলু করতে যাচ্ছে রেল কর্র্তৃপক্ষ।