সবই দেবে দেশটা
-শেখ ফিরোজ
আমরা সবাই বেশ হিসেবি,
হিসেব করি বেশটা।
কথায় কথায় বলেই ফেলি-
কী দিয়েছে দেশটা ?
রক্ত দিয়ে দেশ কিনেছে
পিতা কিংবা দাদা।
দুর্নীতিতে বেশ পেকেছি
কালোরে কই সাদা।
দেশের কী আর আছে কিছু
ভিটে মাটি ছাড়া ?
সবাই যদি দেশ থেকে চায়
দেবে বলো কারা ?
সবাই যদি খোঁড়া হয়ে
থাকে ঘোড়ায় চড়ে;
আমরা যা চাই, দেশটা তা
আর
দেবে কেমন কোরে ?
আইন মেনে, শুদ্ধ জ্ঞানে
সবাই যদি খাটি।
যা কিছু চাই, সব দেবে
ভাই-
আমার দেশের মাটি।
ছড়াকার ও লেখকঃ কবি শেখ ফিরোজ