মুহাম্মদ তাজুল ইসলাম
তাহলে কেমন হতো- আমি যদি হতাম আমার মতো মান অভিমান ভুলতাম শত শত, রাগ দ্বেষ ঝেড়ে ফেলতাম আছে যতো। তাহলে কেমন হতো- ময়লা আবর্জনা ফেলতাম না যত্রতত্র পরোপকার করতাম অবিরত, শুকিয়ে যদি ফেলতাম মনের ক্ষত। তাহলে কেমন হতো- সবাই যদি পারাপারে ওভার ব্রিজে উঠতো দুর্ঘটনা কম ঘটতো মানুষ কি এতো মরতো? শুধু এটুকুই বুঝলে হতো। তাহলে কেমন হতো- ফিটনেস বিহীন লঞ্চ গাড়ি না চলতো পরের টাকা নিজের পকেটে না ভরতো, সৎ মানুষে রাজনীতি যদি করতো। তাহলে কেমন হতো- রাস্তা ঘাটে ট্রাফিক আইন জনগণ মানতো নিজ দায়িত্ব পালনে সকলেই সচেষ্ট থাকতো, মাতৃভূমি তবে এতোদিনে বুঝি সোনার দেশ হইতো। তাহলেই সবচেয়ে ভালো হতো- সকলেই যদি মানবিক মানুষ হয়ে উঠতো।
——————————————–
কাব্যগ্রন্থ/ আত্মচিৎকার
তারিখ ১২/০১/২০২২ খ্রিস্টাব্দ।