মুহাম্মদ তাজুল ইসলাম
হতে হলে বড়ো অনেক কিতাব পড়ো পরচর্চা ছাড়ো। হতে হলে বড়ো হাতে কলম ধরো নিজেকে চিনে গড়ো। হতে হলে মহৎ কাজে হইয়ো সৎ ছেড়ে দিও গীবত। হতে হলে নেতা রাখিও মুখের কথা কাউকে দিও না ব্যাথা। হতে হলে গুরু হবে নাকো ভীরু কাজে হইবে হিরো। হতে হলে পিতা দুর্দিনে হইয়ো ত্রাতা সবকালের ঐ ছাতা। হতে হলে মা কখনো বলোনা না হও মানবতার মা। হতে হলে বীর হইও না কখনও অস্থির জিতবে হলে ধীর। হতে হলে কবি বুঝতে হবে সবই কোনটা অধিকার কোনা দাবী। -কাব্যগ্রন্থ/আত্মচিৎকার মুহাম্মদ তাজুল ইসলাম ৪/০১/২০২২ খ্রিস্টাব্দ।