সোহাগ মাহমুদ খান: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের এবং পাবনা সদর উপজেলার পাশ ঘেষে পদ্মা নদী বেয়ে গেছে।
আজ শুক্রবার পর্যটকদের উপচে পড়া ভীড় এই চরসাদীপুর ঘাট পদ্মা নদীতে। সাদীপুর শিলাইদহ ঘাট এক প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভ‚মি। নদীর পানি যখন চারি দিকে থয়থয় করে তখন নদীর সৌন্দয্য যেন আরও দ্বীগুন বাড়িয়ে তোলে। বিকেল থেকেই নানা জায়গা থেকে আসতে শুরু করেন পর্যটকগণ। আর এই সৌন্দয্য উপভোগ করতে’ই অনেক দূর দূরান্ত আসা পর্যকটদের আগমনে মুখরিত হয়ে ওঠে পদ্মা পাড়।
কিছু পর্যকটদের সংঙ্গে কথা বলে জানা যায়, তারা বলেন আমরা সাপ্তাহিক নানা রকম ব্যাস্ততার মাঝেই প্রতি শুক্রবার আসি এই পদ্মা পাড়ে আর এই পদ্মা নদীর সৌন্দয্য আমাদের মনো মুগ্ধ করে তোলে। তারা আরও বলেন সাপ্তাহিক নানা ব্যাস্ততার মাঝে হলেও একবার এমন জায়গাতে বেড়ায়ে গেলে মন ভালো থাকে। তবে পর্যকটদের মধ্যে নেই কোন করোনা সচেতনতা।এই বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কমনা করছেন অনেকেই।