সব
facebook apsnews24.com
মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা - APSNews24.Com

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিনোদন অঙ্গণের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর ২৩তম আসর। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই আয়োজন বসেছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পুরস্কার প্রদান উপলক্ষে সেখানেই বসেছিল তারা মেলা।

অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে মহামারি করোনায় যেসব মিডিয়া ব্যক্তিত্ব মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তার পরই শুরু হয় পুরস্কার প্রদান পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় দুই চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ।

এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে জীবন্ত কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে। চলুন তবে এক নজরে দেখে আসি কাদের হাতে উঠল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১।

১। সেরা চলচ্চিত্র অভিনেতা- সিয়াম আহমেদ, সিনেমা: ‘মৃধা বনাম মৃধা’ (তারকা জরিপ পুরস্কার)।

২। সেরা চলচ্চিত্র অভিনেত্রী- জয়া আহসান, সিনেমা: ‘অলাতচক্র’ (তারকা জরিপ পুরস্কার)।

৩। সেরা টেলিভিশন অভিনেতা- আফরান নিশো, নাটক: ‘পুনর্জন্ম’।

৪। সেরা টেভিভিশন অভিনেত্রী- মেহজাবিন চৌধুরী, নাটক: ‘চিরকাল আজ’।

৫। তারকা জরিপে সেরা গায়ক- তানভীর ইভান, ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকের ‘অভিমান’ গানটির জন্য।

৬। তারকা জরিপে সেরা গায়িকা- অবন্তী সিঁথি, ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের ‘রূপকথার জগতে’ গানটির জন্য।

৭। তারকা জরিপে সেরা নবীন অভিনয়শিল্পী- জান্নাতুল ফেরদৌস ঐশী, সিনেমা: ‘মিশন এক্সট্রিম’।

৮। সেরা অভিনেতা (সমালোচক)- ফজলুর রহমান বাবু, সিনেমা: ‘খাঁচার ভেতর অচিন পাখি’।

৯। সেরা অভিনেত্রী (সমালোচক)- আজমেরী হক বাঁধন, সিনেমা: ‘রেহানা মরিয়ম নূর’।

১০। সেরা চলচ্চিত্র (সমালোচক)- ‘রেহানা মরিয়ম নূর’।

১১। সেরা পরিচালক (সমালোচক)- এন রাশেদ চৌধুরী, সিনেমা: ‘চন্দ্রাবতী কথা’।

১২। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা পরিচালক- আশফাক নিপুন (মহানগর)।

১৩। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেতা- মনোজ প্রামাণিক।

১৪। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী- তাসনিয়া ফারিণ।

১৫। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা নির্দেশক- কিসলু গোলাম হায়দার।

১৬। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার (সমালোচক)- মারুফ হোসেন।

প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে ছিল তারকাকে নজরকাড়া পারফরমেন্স। এবার মঞ্চে পারফর্ম করেন- ফেরদৌস আহমেদ, নুসরাত ফারিয়া, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী ও দিলশাদ নাহার কণা ছাড়াও অনেকে

আপনার মতামত লিখুন :

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

মেরিল প্রথম আলো জরিপ পুরষ্কার ২০২১ পেলেন যাঁরা

ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন, শুভশ্রীকে ছাড়া আমি অসম্পূর্ণ: রাজ

ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন, শুভশ্রীকে ছাড়া আমি অসম্পূর্ণ: রাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১এর মুল পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১এর মুল পর্ব

বাঙালির জাগরনের কবি ছিলেন কাজী নজরুল : মোস্তফা

বাঙালির জাগরনের কবি ছিলেন কাজী নজরুল : মোস্তফা

কাজী নজরুল রেনেসাঁর অগ্রদূত : যুব জাগপা

কাজী নজরুল রেনেসাঁর অগ্রদূত : যুব জাগপা

আফগান ক্রিকেট বোর্ডে তালেবানরাঃ ক্রিকেটে ইতিবাচক ইঙ্গিত

আফগান ক্রিকেট বোর্ডে তালেবানরাঃ ক্রিকেটে ইতিবাচক ইঙ্গিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj