সব
facebook apsnews24.com
ভালবাসা - APSNews24.Com

ভালবাসা

ভালবাসা! ভালবাসা!
জীবনটা শুধু নাকি
ভালবাসার সুরেই বঁাধা


ভালবাসা;
মায়ের ব্যর্থ অার্শীবাদ
তাই,তপ্ত বালুর লুকানো অাবেগে কঁাদা।

ভালবাসা;
নিজের অহংকারের ভারে
বাবাকেও দাবিদার করা।

ভালবাসা;
হাতখরচের টাকা বাচিয়ে
হঠাৎ একদিন
ছোট বোনকে অনেক শপিং করিয়ে দেওয়া।

ভালবাসা;
খেলার সাথি,বন্ধু পরিজন 
ভালবাসা;
সমসাময়িক কালেঅতীত ও বর্তমানের মানুষজন।

ভালবাসা হল শিক্ষাগুরুশিক্ষাগুরুতে প্রাপ্ত দীক্ষা। 
ভালবাসা;
হতাশ বন্ধুটাকে মনোবল যোগানো
 ভেঙে পড়া বান্ধবীকে উৎসাহ দেওয়া।

ভালবাসা;
সুদূর ভবিষ্যতে অবারিত সম্ভাবনার মেলবন্ধন।
ভালবাসা;
প্রেয়সীর চোখের জলভালবাসা,
অনুরাগিনীতে অনুযোগ।
এ যেন! এক ভাল অনুভূতি
ভাল একটা কাজ।
ভালবাসা হল,,
ভালবাসার মানুষদেরই কাছে পাবার ইচ্ছা ও বাসনা।
যে ভালবাসে,
মরুর মাটিতে বাগান সাজাতে শেখে।
যে ভালবাসে,হৃদয়ের অালিঙ্গনে মেলে।
যে ভালবাসে,অতরান্তে ফেরে।
যে ভালবাসে,
এড়ায় অাপোষের চুম্বন।
ভালবাসতে, লাগেনা কোন শান্তিচুক্তি।
ভালবাসা,বনের পাখিকে করেনা কখনও খঁাচায় বন্দি।
যে ভালবাসতে জানে,
সে কখনও রাক্ষুস নয়সে হয় প্রেমিক।
যে ভালবাসতে জানেনা,
প্রতিবাদের গান গায়তে জানেনা।
যে ভালবাসতে জানেনা,
প্রতিকূলে ডিঙা বায়তে জানেনা
দুটি হাত বাড়িয়ে দিতে জানেনা।
যে ভালবাসতে জানে,
ঝড়ো হাওয়ায় চলতে জানে
অাগুন হয়ে জ্বলতে জানে
ঘর ছেড়ে অাসা পিছুটানকে,,
বুকে টেনে নিতে জানে।।

যে ভালবাসতে জানে,
জাজাবর হতে জানে
মুসাফির হতে জানে
পৃথিবীর ভার নিতে জানে।
যে ভালবাসতে জানে,
বসন্তে মাতাল হতে জানে
তীর্থের কাক হয়ে অপেক্ষা করতে জানে।
উদ্বেলিত অভ্যত্থানগুলোকে ব্যর্থ করতে জানেঃ-
স্রোতের টানে স্রোতের ভাঙনে।
যে ভালবাসতে জানে,
প্রণয়ের তীর্থে মেলতে জানে।
উদ্ভাসিত উদ্দিপনাগুলোকে দমিত করতে জানে,,
ভালবাসার মানুষগুলোরঃ-
অাবেদনের অাবেশে।
যে ভালবাসতে জানে,
স্বপ্নীল সম্মোহনে অাকাশের পানে চাইতে জানে।
ভালবাসায় থাকেনা স্বার্থের কোন দাগ,
থাকেনা বীণার হলুদ রঙ।
থাকে জীবনেরই মানেঃ-
থাকে চুপি চুপি ফুটে ওঠা পুষ্পরাজি,,
থাকে দোদুল্যমান স্কলিত বাসনা।
ভালবাসা কখনও ফেটে পড়ে বজ্রের হুংকারে
ফেটে পড়ে স্ফূলিত স্ফুলিঙ্গে
ভালবাসা,সুপ্ত অাগ্নেয়গিরিকে জাগ্রত করে তোলে। 
অার তখনই!লাভ করে পরমতা।
ভালবাসা অাপেক্ষিক কোন মোহ নয়
ভালবাসা পরম,ভালবাসা সত্যভালবাসা চিরন্তন।।
ভালবাসা;ভালবাসাতেই সিদ্ধ
ভালবাসাতেই অমলিন।
ভালবাসা হোক,দেশ,মাটি ও মানুষের।
ভালবাসা হোক,বিশ্বভাতৃত্বের।
ভালবাসার মানে;তোমরাই অামার জান
তোমরাই অামার প্রাণতোমরাই অামার সব।
অামি তো!!
তোমাদেরই লোক।       

আসিফ সারাফি অনিক
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj