সব
facebook apsnews24.com
" দেশপ্রেম " - APSNews24.Com

” দেশপ্রেম “

” দেশপ্রেম “


দেশপ্রেম!
সে তো নবী মুহম্মদের হিজরতকালীন বাণী,
“হে মক্কানগরী,অামি তোমায় ভালবাসি
অামার স্বজাতি যদি অামায় বিতাড়িত  না করত
অামি কখনই তোমায় ছেড়ে যেতাম না”।

দেশপ্রেমের মানে স্বজাত্যবোধ
মা,মাটি ও মানুষের প্রতি ভালবাসা
চাইনা অামার পশ্চিমা নাগরিকত্ব
চাইনা স্থায়ী বসতি
নিউইয়র্ক  নয়;নাগরিক কোলাহল বরং অামি ঢাকাতেই  উপভোগ করব।
দেশপ্রেম!নয় সে তো বিলেতের  মাটিতে  বিজ্ঞানচর্চা
কিংবা অমুক তমুক সায়েন্স একাডেমির  সদস্য হওয়া
হোকনা সফলতার কমতি!
অামি বরং সার্থকতাকেই খুজব।
হ্যা!হ্যা!হ্যা!অবশ্যই অামি যোগ্যতার পরিচয় দিতে চাই।
সেই পরিচয় হোক অামার সার্থকতাতেই সিদ্ধ
সেই পরিচয় হোক অামার সার্থকতাতেই অমলিন।
সেই পরিচয় হো অামার,দেশের মাটিতে বিজ্ঞানাগার,
গবেষণাগার গড়ে তোলার।
সেই পরিচয় হোক অামার দেশের কল্যাণে অাত্ননিয়োগ করারঃ
-হয়ত অামি সফল হবনাতবুও সার্থক নিশ্চয়ই  হবো।

অামি স্বপ্ন দেখি,অার সপ্ন দেখিয়ে যাব।
যে গবেষণার বীজ অামি দেশের মাটিতে বপন করে যাব
কোন যোগ্য উত্তরসূরী তা সফল করে তোলবেই।
বুকে হাত রেখে বিশ্বাস করি, 
সময়ের নিবেদনে তার ফলটি সার্বজনীনতা অাদায় করে নেবে।

অামি স্বপ্ন দেখি,বাংলাদেশ  পরমাণু শক্তির দেশ হবে।
অামি দেশপ্রেমের মানে বুঝি বাংলার ম্যাগনাকার্টা,
দেশপ্রেমের মানে বুঝি অমর ২১,
দেশপ্রেম অামার চেতনায় ৭১।
দেশপ্রেম অামার শহীদ মিনার,
দেশপ্রেম স্মৃতিসৌধ।দেশপ্রেম!
সে তো সীমান্তের  অতন্দ্র প্রহরীঅাজও সীমান্তে,
কাটাতার ছিড়ে সন্ত্রাস  হয়ে মানুষের ভিরে ঢুকে যাওয়া হায়েনা থেকে এদেশের রক্ষাকবচ।
দেশপ্রেম;বাংলার অাকাশ রাখিব মুক্ত স্লোগান তোলা অাকাশবাহিনী।
দেশপ্রেম,”সমরে অামরশান্তিতে অামরাসর্বত্র অামরাদেশের তরে”।
দেশপ্রেম;শান্তি-শৃঙ্খলা,নিরাপত্তা ও প্রগতির লড়াকু পুলিশবাহিনী।
দেশপ্রেম;র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বজ্রকণ্ঠ,
“রাখিব নিরাপদ,দেখাইব অালোর পথ”।
দেশপ্রেম, নবাব সিরাজদৌলাদেশপ্রেম,শহীদ তিতুমীর দেশপ্রেম,শহীদ শামসুজ্জোহা
দেশপ্রেম অামার জাতির জনকদেশপ্রেম শহীদ জিয়া।
দেশপ্রেম হল;মাহফুজ অানম জেমসের কণ্ঠে,
“তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতায় উন্নত মমশীর,
তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর”।
দেশপ্রেম হল ড.মুহম্মদ ইউনূস
দেশপ্রেম,হুমায়ুন অাহমেদ,মাকসুদুল অালম,মুহম্মদ জাফর ইকবাল।
দেশপ্রেম,মাইকেল মধুসূদন দত্ত
দেশপ্রেম,”অাব্দুল করিম খান”।
দেশপ্রেম,অসমাপ্ত অাত্নজীবনী
দেশপ্রেম,একাত্তরের ডায়েরী।
দেশপ্রেম প্রতিটি যোদ্ধা,প্রতিটি মুক্তি সংগ্রামী।
দেশপ্রেম,” মাসরাফি বিন মর্তুজার পদচিহ্ন।
দেশপ্রেম;রাখালিয়া সুরঃ-জারি,সারি,বাউল,ভাটিয়ালী গান
দেশপ্রেম অামার একতারাতে টোকা দেওয়া সুর।
অার!দেশপ্রেম,কবিঠাকুরের কবিতায়,
“চাষী ক্ষেতে চালাইছে হাল,তঁাতী বসে তঁাত বোনে, জেলে ফেলে জাল-বহুদূর প্রসারিত
এদের বিচিত্র কর্মভারতারি পরে ভর করে চলিতেছে সমস্ত সংসার”।
দেশপ্রেম,রংপুরের অবহেলিত হতদরিদ্রদের নিয়ে লেখা মহীয়সী নারী বেগম রোকেয়া।
দেশপ্রেম!কি সেটা?বোধকরি, স্ব স্ব জাতির স্বজাত্যবোধ।
দেশপ্রেম, অামার বাংলাদেশ
দেশপ্রেম,অামি বাঙালি অামি মাছে বাঙালি,
অামি ভাতে বাঙালিঃ-অামি যুদ্ধে বাঙালি
অামি জেহাদেও বাঙালি
বাংলা মায়ের উষ্ণতা,অামার মায়ের উষ্ণতার থেকেও বেশি উষ্ণ।
দেশপ্রেম,”এক মুজিব লোকান্তরেলক্ষ মুজিব ঘরে ঘরে”।
দেশপ্রেম,কোভিড-১৯ ফাইটার্স।

আসিফ সারাফি অনিক
শিক্ষার্থী : ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj