স্বচ্ছ যুক্তি, স্বচ্ছ সমাধান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রখে ২০১৮ সালে শেখ কলারোয়ার কৃতি সন্তান বিতার্কিক শেখ আবির আহম্মেদ প্রতিষ্ঠিত করে কলারোয়া ডিবেটং ক্লাব। ইতিমধ্যে দারুণ গতিতেই এগিয়ে চলেছে কলারোয়া,ডিবটিং ক্লাব। কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আবির আহম্মেদ বলেন কলারোয়া ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিলো সাতক্ষীরার তরুণ সমাজের মাঝে যুক্তি চর্চার বীজ বপন করা। কলারোয়া ডিবেটিং ক্লাবের বিতর্ক কর্মশালা সম্পূর্ণ বিনামূল্য। কলারোয়া,ডিবেটিং ক্লাবে বিতর্ক চর্চার পাশাপাশি, কবিতা আবৃতি, সাধারণ জ্ঞান চর্চা, অনলাইন একক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। কেউ যদি কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য হতে চাই তাহলে তাকে “কলারোয়া ডিবেটিং ক্লাব” নামের ফেসবুক পেইজে নাম,ঠিকানা সহ বিস্তারিত ইনবক্সে করতে হবে কিংবা পেইজে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে।