নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার সংবাদ দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন আদালত। বরিশালের উজিরপুর আমলী আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম গতকাল বুধবার এ আদেশ দেন। আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে আগামী ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রায় পাঁচ বছর আগে গোপনে ধারণ করা ভিডিওটি গত ১০ জুলাই নতুন করে ভাইরাল হয়েছে। যাঁরা ভাইরাল করেছেন, তাঁরা নতুন করে উজিরপুরের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. নুরম্নল হক সরদারের শাস্তি দাবি করেছেন। যদিও ঘটনার পর থেকে তাঁর এমপিও (বেতনের সরকারি অংশ) স্থগিত এবং ঘটনাস্থল কোচিং সেন্টারটি বন্ধ রয়েছে।
ভিডিও ভাইরাল নিয়ে কালের কণ্ঠসহ স্থানীয় দুটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন নজরে এলে আদালত ওই আদেশ দেন।