আইনের ছাত্র-ছাত্রীদের জন্য এবং যারা এল, এল বি ও এল এল এম পাশ করে আইনজীবী বা বিচারক হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন বা আইন বিষয়ক পরীক্ষায় প্রতিযোগিতা করছেন বা করবেন এবং আইনের শিক্ষার্থী তাদের জন্য সুখবর।
“আইনী পাঠশালা- Legal Studies and Practice” গ্রুপের উদ্যোগে অনলাইনে BJS & BAR Council এর সিলেবাসের সমন্বয়ে CPC, Civil Courts Act এবং Limitation Act এর এক্সটেনসিভ কোর্সটিতে যারা অংশগ্রহণ করতে চান, তাদের জন্য দ্রষ্টব্যঃ
★Preliminary + Written
★ক্লাস সংখ্যাঃ ৬০ টি
★ক্লাসের মাধ্যমঃ জুম অ্যাপ; হোয়াইট বোর্ড
★যারা ক্লাস নিবেনঃ
জনাব মোঃ তাজুল ইসলাম (DU), বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা জজ) (Permanent Resource Person)
★বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীগণ (Guest Resource Persons)
★মতিউর রহমান (RU, Co-ordinator)
★আসন সংখ্যাঃ
২০০ জন। তবে অংশগ্রহণমূলক শিখনে যেন কোন ত্রুটি না থাকে সেজন্য ৫০ জন করে ৪ টি ব্যাচ করা হবে। ৫০ জন করে প্রত্যেক ব্যাচের আলাদা ক্লাস হবে। কেউ কোন ক্লাস মিস করলে পরবর্তীতে অন্য ব্যাচের সাথে ক্লাসটি করে নিতে পারবেন।
★ রেজিস্ট্রেশন ফিঃ
CPC, CCA & Limitation Act তিনটি আইনের সমন্বিত এই কোর্সের জন্য মোট ১০০০/- (এক হাজার টাকা মাত্র) রকেট/বিকাশ একাউন্টে প্রেরণ করতে হবে। আগে আসলে আগে রেজিস্ট্রেশন, এই নীতির আলোকে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
★রেজিস্ট্রেশনের মেয়াদঃ
১৯/০৭/২০২০ থেকে ২৫/০৭/২০২০ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
★ক্লাস শুরুঃ
২৭/০৭/২০২০, রোজ সোমবার।
★রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
১. রেজিস্ট্রেশন বাবদ ১০০০ টাকা নিম্নোক্ত একাউন্ট নাম্বারে প্রেরণ করতে হবে।
i. 019180124224 (রকেট, personal)
ii. 01768457275 (বিকাশ, personal)
২. রেজিস্ট্রেশন ফি প্রেরণ করার পর নিচের Closed Group এর লিংক এ ক্লিক করবেন।
https://www.facebook.com/groups/882829675576196
৩. ক্লিক করার পর পেইজ এর Join অপশনে ক্লিক করে রকেটে/ বিকাশে Payment ও Transaction ID সংক্রান্ত দুটি প্রশ্নের উত্তর প্রদান পূর্বক Submit বাটনে ক্লিক করে রিকুয়েস্ট পাঠালে অ্যাডমিন Transaction ID টি Verify করবেন। Verification সম্পন্ন হলে অ্যাডমিন উক্ত Closed Group এ আপনার join request aprrove করে নিবেন। উক্ত গ্রুপে পরবর্তীতে ক্লাস সংক্রান্ত সকল আপডেট দেয়া হবে।
★Media Partner: apsnews24.com
★প্রয়োজনে যোগাযোগ করুন-
01761426960 (মতিউর রহমান), 0177414022 (নুরন্নবী সবুজ) ।