সব
facebook apsnews24.com
- শেখ ফিরোজ’র কবিতা ‘গন্তব্য’ - APSNews24.Com

– শেখ ফিরোজ’র কবিতা ‘গন্তব্য’

– শেখ ফিরোজ’র কবিতা ‘গন্তব্য’

আমার কোন গন্তব্য নেই। গন্তব্য জানা নেই। 
আজকাল রৌদ্রের প্রখরতা দেখে আসমান গিলে খাই ;
ওখানে নাকি মেঘ থাকে ; একদম পরিশুদ্ধ জল। 
ওরা পরস্পরকে আলিঙ্গন করে ভাসে। ওদের আলিঙ্গনে কোমল শীতলতা। 
ওখানে প্রেম দেখি, সম্পৃক্ততা দেখি, মরতে মরতে বেঁচে ওঠা দেখি। 
ওসব আছে বলেই মৃতপ্রায়  বিন্দু বিন্দু জল হয়ে ওঠে আকাশ জলধি।   
অবিরত দগ্ধ জীবনের প্রখর রোদ্রে একাকী বসে - 
তাই আসমান গিলতে বেশ ভালো লাগে আমার !  
হঠাৎ আলোর ঝলকানি, অবিরত নিষ্ঠুর ধমকানি। 
পরস্পর সংঘর্ষ,  সংঘাত।     
মর্তের আমাকে কোথায় নিয়ে যায় ?  জানা নেই। 
আমার কোন গন্তব্য জানা নেই। 
অতঃপর নিজেকে আবিস্কার করি সেই সব জলে-
যারা আবার ফিরে এসেছে মর্তে ; যে যার মতো ! 
অতঃপর বুঝেছি অতিপ্রেম গন্তব্যহীন, ক্রমাগত নিম্নগামী। 

কবি শেখ ফিরোজ...

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj