সব
facebook apsnews24.com
মোঃ আনিসুর রহমান আগুনের কবিতা 'জীবন রুটিন' - APSNews24.Com

মোঃ আনিসুর রহমান আগুনের কবিতা ‘জীবন রুটিন’

মোঃ আনিসুর রহমান আগুনের কবিতা ‘জীবন রুটিন’

মোঃ আনিসুর রহমান আগুন

ভোরে উঠি ফাটাফাটি,
ক্রোশ খানিক হাটাহাটি।
গায়ে মন তিনেক প্যাড়পেড়ী,
কে শোনে কার ভেড় ভেড়ি।

কেবলি শুধু ঠুসা ঠুসি,
ফাঁকা মাঠে ঘুসাঘুসি।
খানিক বই ধরি বকবক,
আর খানা দানা লকপক।

কলেজে ছুটি ছটপট,
খালি শুধু নট ঘট।
যত নোট গাইড ঘাটাঘাটি,
ভাবি রেজাল্টটা হবে ফাটাফাটি।

মাঠের বকবকা খেল্টু,
অথচ পরীক্ষায় ফেল্টু।
মন কয় পাগলীর চরকি,
এত পড়ি হবে কি!

চল তব যাই হাট,
পরে এসে কর পাঠ।
ভাবি আমি তাই ত,
হাটে আজ যাই ত।

বাড়ি এসে খাই ত,
দেখি সময় নাই ত।
তব দেখি ভুলে,
পুরানো রুটিন খুলে।

এহন ঘুমাবার পালা,
যাক গা পড়ে নেব সকালবেলা।
দেখি রুটিনখানি বিউটি,
মাঠে আছে ডিউটি।

ধান কাটা জমি চাষ,
বলদের লতা ঘাস।
দুপুরে খেয়ে দুই তিন মুঠি,
ছেলেদের দলে জুটি।

বলি ভাল মন্দ,
দুই চার ছন্দ।
বাড়িতে কেউ পড়াশোনা চায়না,
ধরছে বিয়ের বায় না।

বয়েস সবে কুড়িতে মাত্র,
ইন্টার কলেজের ছাত্র।
ভালা হবে পাত্রী,
নামী-দামী কলেজের ছাত্রী।

নাম কোনা পেয়ারা,
একদম টপটপা চেহেরা।
লাখ খানিক যৌতুক,
সত্যি নয় কৌতুক।

ছিল না সহায় সাঁই,
তাই বাজল না বিয়ের সানাই।

(আমার ২০০৭ সালে ইন্টারমেডিয়েট পড়ার সময়, স্যার সবাইকে পড়ার রুটিন বাসা থেকে তৈরি করে আনতে বললে,সবাই তাই করে। আর আমি এই জীবন রুটিন কবিতাটি লিখে নিয়ে যাই।)

মোঃ আনিসুর রহমান আগুন, সাংবাদিক ও কবি

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj