মানিকগঞ্জ: হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিরা তাদের ওপর আরোপিত আইন যথাযথভাবে মানছেন কিনা তা দেখতে মাঠে নেমেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকার হংকং ফেরত এক নারীর বাসায় যান পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপার ওই নারীর সার্বিক খোঁজখবর নেন। তিন দিন আগে দেশে আসা ওই নারীকে তিনি কোয়ারেন্টাইনের নিয়ম যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেন।
এরপর তিনি যান পার্শ্ববর্তী উচুটিয়া এলাকার সৌদীফেরত এক ব্যক্তির বাড়িতে। পুলিশ সুপার তাকেও ১৪ দিনের পর্যবেক্ষণে নিজঘরে বিশেষ ব্যবস্থায় থাকতে নির্দেশনা দেন। ওই ব্যক্তি ৭দিন আগে দেশে ফিরেছেন জানিয়ে তিনি পুলিশ সুপারের কাছে শতভাগ নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, জনস্বার্থে এই অভিযান চলবে। শুধু তিনিই নন, পুলিশ বিভাগে কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন এলাকায় এই অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।
এপিএসনিউজ/করোনা