__জি.এম.শিমুল
ভাবনার আকাশে দেয়ালটা বেশ বড়,
ভাবনা গুলো আজ সিমাবদ্ধ।
ভাবতে গিয়ে থম্কে যাই,
ভবিষ্যৎটা আজ হারালো কোথায়?
বারে বারে যখন আমি ফিতে তাকাই,
অতিত গুলোর কাছে চলে যাই।
ইতিতে নাহি সমাপ্ত হয়,
তবুও যেনো কিছু কথা বাকি থেকে যায়।
অল্প কথার গল্প লিখে,
নিজেকে আমি খুজে নাহি পাই।
হঠাৎ দেয়ালে ধাক্কা খাই,
ভাবনার আকাশটা বন্ধ প্রায়।
তখনই বুজি সে আর নেই,
ভাবনার আকাশটা খুলে দিতো যে।
উড়ু উড়ু মন, হাসি মাখা মুখ
কষ্ট গুলো বুকেই জমা থাকুক।
বলি আমি দেয়ালকে ডেকে
ফিরবো না আর তোমার পানে।
আমার ভাবনা গুলো তুমি রেখো যতন করে।
জি.এম শিমুল, সাংবাদিক ও কবি