মো : মাইনুল ইসলাম (অপু) পবিপ্রবি প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব বর্ষ উপলক্ষে আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি গাছ যার মধ্যে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানোর কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আর তাই ‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ এলাকায় বাবুগঞ্জে ২৫০ টি বৃক্ষরোপণ করেন এই ছাএ নেতা।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এম এইচ তারেক বলেন,
“মুজিব বর্ষের আহবান,৩ টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।বাংলাদেশের নাগরিক হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যকের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারা অব্যাহত রেখে মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল ও সার্থক করতেই আমাদের এই উদ্দ্যোগ।
ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। পুরো এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন শের -ই বাংলা ২ হলের গনশিক্ষা সম্পাদক শিমুল ইসলাম।