আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলমান সকল ওয়েব সিরিজ থেকে অশ্লীল, অনৈতিক এবং নিন্দনীয় আইন বহির্ভূত ভিডিও কনটেন্টগুলি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট সাবমিট করতে বলেছে আদালত, যে কীভাবে তারা সরকারি রেভিনিউ কালেক্ট করেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে, যেমনটি তারা করছেন নেটফ্লিক্সের ক্ষেত্রে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
আইনজীবী বলেন, গত ৬ জুন বাংলাদেশি ওয়েব সিরিজ সংক্রান্ত একটি রিপোর্ট দেখি বেসরকারি একটি টিভি চ্যানেলে, দেখার পর ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়ে ১৪ জুন বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে কোনো ধরনের অগ্রগতি না দেখায় গত ১২ জুলাই জনস্বার্থে একটি রিট করি