সব
facebook apsnews24.com
কাজের মেয়ে আদুরী - APSNews24.Com

কাজের মেয়ে আদুরী

কাজের মেয়ে আদুরী

 মোঃ আনিসুর রহমান আগুন
সাহেব অফিসে যাবে; সকাল সাতটায়-
রুটি বানিয়ে দিতে হবে সকালের নাস্তা,
সময় একটু বেশি লাগে দূরের রাস্তা।
সাহেবের বউ ঘুমাচ্ছে নাক ডেকে উপরে রুমে,
ছোট রাত আরাম নেই শরীরে এতটুকু ঘুমে।
তারপর সারাদিন কাজ আর কাজ,
সাহেবের মেয়ে টা খায় আর সাঁজ।
ফোঁটায় ফোঁটায় মাথার ঘাম চুয়ে পড়ছে পায়ে,
অভাবের তাড়নায় রেখেছে সাহেবের বাসায় বাপমায়ে।
এগারো বছরের মেয়ে আদুরী ;
কত সুন্দর নাম!
তিন’শ টাকা একটা খারি কাপড় তার মজুরীর দাম।
খারি কাপড়টা মায় পরে;
তার টাকাটা পায় বাপে,
সাহেবের বউ হাজারো কাজ তার মাথায় দিত চাপে।
কাজ একটু দুই হলেই তার মাথার চুল ধরিয়ে মারে,
এই মেয়ে !
এটা কর ওটা কর বলে চেপে বসে ঘাড়ে।
সাহেবের ছেলে মেয়ে ভাল ভাল পরে খায়,
খেয়ে দেয়ে বাঁচলে পরে কাজের মেয়েটি পায়।
সাহেবের মেয়েরা খেলাধূলা করে নাগরদোলায়,
মেয়েটি তখন বাসনকোসন মাজে নিচের তলায়।
সাহেবের ছোট মেয়ে লতা কত কথা কয়,
আর কাজের মেয়েটি কথা বললেই ধমকায়।
তুই চুপ কর! চুপ কর! হারামজাদি মেয়ে,
বেশি কথা বলিস কেন!
কাজ নেই খেয়ে!
দাসী হয়ে এসে তুই মুনিব হতে চাস নাকি!
কথায় ত বেশ পাকা কাজের বেলায় ফাঁকি।
কাপড়চোপড় ধোঁয়া কত ঘষা মাজামাজি,
কোন কাজে না বলেনা সব কাজে সে রাজি।
প্রায় সাহেব গাও পাও টিপে নেয় তার নরম হাতে,
সাহেবের পায়ের পরে ঘুমায় কোনো কোনো রাতে।
মেয়েটাকে সাহেব নিয়ে গেছে অনেক কিছু বলে,
সে বিয়ে থোয়া দিয়ে দিবে;বিয়ের বয়েস হলে।
মেয়েটির বয়েস যখন হলো ষোল সতেরো বছর,
বড়লোক সাহেবের তখন তার পরে পড়ল কু-নজর।
দিনের পরে দিন তাকে করতে থাকে যৌন নিপীড়ন,
দুর্বিষহ হয়ে পড়ে মেয়েটির কোমলমতি জীবন।
বাপে মায়ে জানতে পেরে তাকে নিয়ে আসে বাড়ি,
কি লাভ হবে বলো সাহেবের নামে মামলা করি।
তবুও সে সাহেবের নামে ধর্ষণ মামলা দায়ের করে,
কিন্তু মামলা হলেই কি আর পুলিশ সাহেবকে ধরে!
                                                          (অসমাপ্ত)

(উৎস্বর্গ-সেই সব কাজের মেয়েদের জন্য যারা এরকম ঘটনার শিকার)

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj