রোহান আহম্মেদ সুজন
আকাশের পানে তাকিয়ে আছি ,
কোনো এক চেনা আখি দেখবো বলে।
যে আখি, আমি নিকশ মেঘে দেখেছিলাম,
কোনো এক গভীর রজনীতে।
তুই হইস না অবসান।
কেননা আজ এই নিশিতে,
আবারো আসতে পারে,
আমার নিকশ মেঘে,
হারিয়ে যাওয়া, সেই হরিনি আখি।
যে আখির মাঝে আমি,
সর্বদা নিজেকে হারিয়ে রাখতাম।
কোন এক মায়ায়,
তাই তো অপার হয়ে, বসে আছি ,
এই রজনীর মেঘ মাখা আকাশটার নিচে।
আমি অনুভব করছি,
সে আসছে , চুপটি করে
মেঘের আড়ালে উকি মারছে।
তাঁরা হয়ে।….. .