মিনহাজ মাহমুদ
ঘুমন্ত জাতি জেগে উঠো
বিবেকটাকে সুস্থ কর।
বিবেকটাকে সুস্থ কর।
আমরা কবে শিক্ষিত হব??
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে সুস্থ কর।
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে সুস্থ কর।
আসপাশে তাকিয়ে দেখো,
অনিয়মগুলো হচ্ছে শত।
দৃষ্টি দিতে লজ্জা কেন?
দেখে কেন,না দেখো?
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে সুস্থ কর।
অনিয়মগুলো হচ্ছে শত।
দৃষ্টি দিতে লজ্জা কেন?
দেখে কেন,না দেখো?
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে সুস্থ কর।
সময় যখন তোমার হাতে
তবে কেন বসে থাকো?
রুখে দাঁড়াও,প্রতিবাদ কর।
ঘুমন্ত জাতি জেগে উঠো
বিবেকটাকে সুস্থ কর।
তবে কেন বসে থাকো?
রুখে দাঁড়াও,প্রতিবাদ কর।
ঘুমন্ত জাতি জেগে উঠো
বিবেকটাকে সুস্থ কর।
অধিকার নিয়ে শুধু একটু ভাব,
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে না হয় এবার সুস্থ কর।।
ঘুমন্ত জাতি জেগে উঠো,
বিবেকটাকে না হয় এবার সুস্থ কর।।
জেগে উঠো তোমরা এবার,
জাগিয়ে তোল দেশ।
তোমার কথা উঠলে তবে,
জাগিয়ে তোল দেশ।
তোমার কথা উঠলে তবে,
সুস্থ হবে বাংলাদেশ।
মিনহাজ মাহমুদ,
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম বর্ষ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম বর্ষ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,