এপিএস নিউজ প্রতিবেদক
আইন বিষয়ে লেখক হয়ে উঠুন...আইনী পাঠশালা একটি অনলাইন পত্রিকার যাত্রা শুরু করেছে। উক্ত অনলাইন ওয়েব পোর্টালের মুল লক্ষ্য হচ্ছে নতুন নতুন লেখক খুজেঁ বের করা । যারা আইন বিষয়ে লেখা লেখি করতে আগ্রহী শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছে।
পত্রিকার বিষয়ে বিস্তারিত জানতে https://apsnews24.com লিংকে ঘুরে আসুন। editor@apsnews24.com, info@apsnews24.com ইমেইল আইডিতে আপনাদের লেখা পাঠাতে পারবেন।
আইনী পাঠশালার সদস্যদের মধ্যে বই পড়েন অনেকেই। কিন্তু বই নিয়ে লেখেন কেউ কেউ। বেশিরভাগই লেখেন না। ফলে তার পড়া ও জানার জন্য বাকীদের পরিচয় ঘটে না। বাকীরা আইন জানার সুযোগ থেকে বঞ্চিত হয়।
এই না লেখার প্রধান কারন দুইটা।
এক. অলসতা
দুই. ভয় ও দ্বিধা।
আমার লেখা কি ভালো হবে, সবাই কি সুন্দর লেখে, আমারটা ভালো না হলে সবাই কি বলবে, কি মনে করবে- এই সংশয়। আইনের বিষয়কে জটিল মনে করে আরো বেশি ভয় হয়।
দুটোই ক্ষতিকর।
প্রথম কথা হলো আলসেমিটা বাদ দিতে হবে। পড়ার জন্য অনেক সময় দেওয়ার পাশাপাশি লেখার জন্যও কিছু সময় বের করতে হবে।
দ্বিতীয় কথা হলো দ্বিধা করার বোকামীটা বাদ দিতে হবে। প্রথমদিনই আপনার লেখা সবচেয়ে ভালো হবে, এমন নাও হতে পারে। লেখা শক্তিশালী হবে ধীরে ধীরে। লিখতে লিখতে পরিণত হবে।
আরেকটা ভালো খবর আছে। আইনী পাঠশালায় সেরা লেখার জন্য্য পুরস্কার দেয়া হয়। প্রতি মাসের সেরা তিন লেখক পান ‘ আইনী পাঠশালা পুরস্কার’।
তাহলে শুরু করুন। আজই।
লেখার বিষয়ে কোন তথ্য বা পরামর্শ প্রয়োজন হলে জানাবেন। আইনী পাঠশালা আপনার পাশে আছে।
এভাবে সকলের অংশগ্রহণে আমাদের আইন বিষয়ে পড়ার ও জানার পরিধি হবে আরো সমৃদ্ধ, ইনশাআল্লাহ।
কি লিখবেন তো? অবশ্যই লিখবেন আমরা আশাবাদী । যদি করোনা ভাইরাস নিয়ে ও লিখতে চান সেটিও লিখুন শুধু আইন বিষয়ে কেন ? প্রধান লক্ষ্য নতুন লেখক তৈরি ও প্লাটফর্ম তৈরি করা।
আইনী পাঠশালা গ্রুপ