কথা ছিল, একটি পতাকা পেলে মোরা-
লিখবনা দুঃখ ব্যাথার ছন্দ,
কবির কলমে ঝরবে তখন
কেবলই জয়ের আনন্দ,
মায়াবী দেশের সোনা মাটিতে
থাকবে না কোন মন্দ।
দেশটা মোরা পেয়েছি,
পেয়েছি প্রাণের ভাষা
দুচোখ ভরা স্বপ্ন মোদের,
স্বাধীনতার আশা।
সেই পতাকা পেয়েও কেন এত দুর্দশা?
তবে কি তা ছিল মিথ্যে বিজয়গাথা?
স্বাধীন দুচোখ দেখছে কত অন্যায় অরাজকতা
স্বাধীন ভাষায় বলতে পারিনি প্রতিবাদের কথা!
অর্ধশতক পরেও মোদের পরাধীনতার ব্যাথা।
ফেরদেীসি রহমান।
শিক্ষার্থী।