তানভীর আহম্মেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাক্সারিয়াস কার নিয়ে যেমন ক্লাসে আসে,
ভাড়ার টাকা না থাকায় অনেক দূর থেকে হেঁটেও আসে!
এখানে কোটিপতির ছেলেও পড়ে,
রিক্সাওয়ালা, দিনমজুরের ছেলেরাও পিছিয়ে থাকে না,
বরং এগিয়ে থাকে!
হলে ছেঁড়া কিংবা বন্ধুর জুতা পড়ে যেমন থাকি,
শুট-টাই পড়ে Cool dude সাজতেও সমস্যা হয়না!
রাজনীতি করে গোল্লায় যেমন যাই,
আবার রাজনীতি করেই দেশের নেতৃত্ব দেই!
Re-admission যেমন নেয়া লাগে,
আবার অক্সফোর্ডকে হারিয়ে ডিবেটও জিতি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের আপামর জনতা
কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্ন দেখে!
দেশের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে ঢাবি,
প্রয়োজনে বিপ্লব আনে ঢাবি,
রিক্সাওয়ালার, বাদামওয়ালার ঢাবি,
বাংলাদেশের যে দারিদ্র ঢাবি তারই প্রতিবিম্ব,
বাংলাদেশের যে দূর্নীতি ঢাবি তার প্রতিবিম্ব,
বাংলাদেশের যে উন্নতি ঢাবি তার নেতৃত্বে
আমাদের সময় নাই ওদের নিয়ে ট্রল পাল্টা-ট্রলকরার!
বলতে দিন ওদের!
রিক্সাওয়ালার মাথায় গ্রাজুয়েশন ক্যাপ পড়ানো বিশ্ববিদ্যালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়!
তানভীর আহম্মেদ
সাংবাদিক ও কবি।