সব
facebook apsnews24.com
শাহরিয়ার শান্ত- এর কবিতা ‘প্রশ্ন ছিল’ - APSNews24.Com

শাহরিয়ার শান্ত- এর কবিতা ‘প্রশ্ন ছিল’

শাহরিয়ার শান্ত- এর কবিতা ‘প্রশ্ন ছিল’

শাহরিয়ার শান্ত

কোথায় আছো লুকিয়ে?
কোন অবেলায় দাঁড়িয়ে?
খুঁজবে কোথায় সে?
আকাশে না বাতাসে?
হয়তো পাবে না সে,
তুমি তো আছো লুকিয়ে।
ডেকে ছিলাম তোমায়,
মেঘ ভরা সকালে,
কেন তুমি দিলে না সাড়া?
চোখের ভাষায় ডেকেছি তোমায়।
কেন বুজলে না সেই ইশারা?
দাঁড়িয়ে ছিলাম তোমার আশায়,
তুমি কেন আসলে না?
কথা দিয়ে ছিলে গভীর রজনীতে।
কাঁধে মাথা রেখে তারা গুনবে,
সে কথাও তো রাখলে না?
সত্যি এই রাত ঘুমিয়ে গেছে,
কোন তাঁরারাও জেগে নেই,
জেগে আছে দেয়ালের ও পাশে
নিংড়ে জাওয়া লোকটা,
যে তোমার আকাশে,
ডানা ঝাপটাতে চেয়েছিল,
সুখ পাখি হয়ে।
মনে পারে কি ফেলে আসা,
তোমার আমার মলিন স্মৃতি,
নাকি তাও, মুছে দিয়েছো
আনমনে ধুলোবালির মতো,
আমায় ও মুছে দিয়েছো,
জীবন নামের ফ্রেম থেকে,
তাই তো??

শাহরিয়ার শান্ত
শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj