সব
facebook apsnews24.com
তিস্তা নদী - APSNews24.Com

তিস্তা নদী

মোঃ আনিসুর রহমান আগুন

তিস্তা পাড়ে,
যাত্রীরা দাঁড়ে।
ঘাটে বাধা তরি সারিসারি,
কে যে কোথায় জমাবে পাড়ি!
খরস্রোতা তিস্তা পানিতে টইটম্বুর,
এদিক ওদিক কাকের ডাক তখনও ভরদুপুর।

কবে যে নাও ছাড়ে!
আমিও যাব ওই পারে।
পারাপারের নৌকা গুলি,
ছুটে চলছে পাল তুলি।
কোন না’য়ে যে বসব গিয়ে!
ছুটে চলবে আমায় নিয়ে!

কোন মাঝি যে দক্ষ নায়ে!
একে যে লক্ষ কাঁটা আমার পায়ে।
উথাল পাথাল ঢেউয়ের তালে,
দোল লেগেছে আমার পালে।
চেপে বসিলাম বাইছি পরে,
গা কাঁপিছে মোর থরথরে।
বসি না’য়ের ছইয়ের উপর উঠে,
তখন না চলল তড়িৎ বেগে ছুটে।
তিস্তার জলে গা ভেসে ভেসে,ক
চুরিপানা যাচ্ছে অচীন দেশে।

নদীর বুকে কত সুখে জেলেরা ধরে মাছ,
দেখা যায় অদূরে পানকৌড়ি বালি হাঁস।
ক্ষণে ক্ষণে ভেসে উঠে শিশুকের মুখ,
আমি এইসব দেখিতে ছিলাম উন্মুখ।
তিস্তার বুকে পড়ছে চর,
সেথায় বেঁধেছে ছোট ছোট ঘর।
অনেকে আসবাবপত্র প্রসাধনী নিয়ে কাঁধে,
আশ্রয় নিচ্ছে ওই পারের উঁচু বাধে,
নেই কোন সরকারি বেসরকারি অনুদান,
ফে বারে সব খায়া যায় সব মরার বান।
পার্শ্বে কাশবেনর বিশাল সবুজ সারি,
মাঝে মাঝে চোখে পড়ে এলোমেলো বাড়ি।
আরও চোখে পড়ে লাল সাদা ঘোড়ার পাল,
ঠিকঠাক ধরেছে মাঝি আজ নৌকার হাল।
কৃষকের তোষা পাট পানির তলে,
সব কিছু ভেসে গেল নদীর জলে।
দেখতে দেখতে দীনেশ নামিল পাঠে,
এখন নৌকা ভিড়াইতে হবে ঘাটে।
দিগন্তে মেঘপুঞ্জ গায়ে মেখেছেকত রং!
ওইপারের ছেলেরা আকাশে উড়িয়েছে চং।

নৌকা ভিড়াইল রাঘবের চর তীরবর্তী,
ফিরিবার পথে নৌকাখানি ঢের ধীরগতি।
চাহিতে চাহিতে সূর্য যেন গেল নদীর তলে,
আজ চক্ষু মন কেবলি তিস্তা নদীর জলে।
নৌকাখানি পানি জমে হয়েছে ভার,
মাঝি টানছে জোরেসোরে দাঁড়।
ওই দেখা খেয়াঘাট নহে বেশি দূর,
কানে বেজে উঠছে আযানের সুর।
তরী ত্বরিতে ছুটে এলে হরিপুরের তীরে,
আমিও সেবা বাড়িতে আসিনু ফিরে।
(উৎস্বর্গঃ- মারুফ খান কে)

মোঃ আনিসুর রহমান আগুন
সাংবাদিক ও কবি।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj