মোঃ আনিসুর রহমান আগুন
জীবনের ডায়েরিতে কত স্মৃতির আনাগোনা,
হয়ত কিছু রয়েছে ; বাকি সবে ধরেছে লোনা।
আজ আমার সেই হারানো স্মৃতির জন্মদিন,
আহারে ! আমারে ছাড়িয়া সে হইয়াছে ভীন।
যবে ভুলিয়া খুলিয়া ফেলি সে ডায়েরি খানি,
কিছুতে ধরিয়া রাখিতে পারিনা চোখের পানি।
মনের ভিতরে লুকানো স্মৃতি শুধুই ওঠে ভেসে,
কত যে গো ভুল করেছিনু তারি ভালবেসে!
আমার গায়ে তার কোমল ছোঁয়ার অনুভূতি,
ঘটিয়েছে জীবনে আমার কত যে গো বিচ্যুতি।
মনে করে তারে ঘুমের ঘোরে উঠি কাঁদি কাঁদি,
তারে তুমি পথ দেখাও ওগো দয়াময় হাদি।
কাজে আমার মন বসেনা কেবলি তারে চায়,
বোঝেনা পাগল মন; তারে সেই ছাড়িয়া যায়।
আর বুঝি জীবনে ঘুরে দাঁড়াতে পারি না কভু!
যে আমারে এত কাঁদালো মনে পড়ে তারে তবু।
আহা! কত ভালবেসেছিনু তারে মনের মত করে,
বহু দূর হতে এসেছিল বলে হতভাগার হাত ধরে।
কোন জানি মোহে তারে আমা হতে ফিরালো মুখ,
আজীবনের তরে কেড়ে নিল এই অভাগার সুখ।
সত্যি কি জানেন! এ আমি আর আগের নেই আমি,
সে আমি অনেক আগে মরে গেছে আছে নামে-নামী।
আছে মোর বুকভরা হাহাকার আর চোখ ভরা জল,
অহঃনিশি নিরবে নেপথ্যে কাঁদি নয়নও ছলোছল।
নিদারুণ অভাব নিষ্ঠুর কুঠারাঘাত হানি হানি,
কোনঠাসা করে ফেলেছে লোচনের লোনা পানি।
কেন যে বারবার চোখ পড়ে গিয়ে স্মৃতির পাতায়!
আমি আর কিছু লিখতে চাই না জীবন খাতায়।
অনেক হাবিলাষ আহলাদ ছিল মোর আহুত মনে,
জানিনা নিষ্ঠুর নিয়তি এ কি করল আমারি সনে!
কোথায় আছি কেমন আছি নিজেরে নেই জানা,
তব খুঁজিয়া ফিরি গো আমি হারানো ঠিকানা।
(উৎস্বর্গঃ- আমার হারানো অতীত কে)
মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবাদিক