মোঃ আনিসুর রহমান আগুন
শিশুরা সব খেলা করে ছোটে দলে দলে,
মোলা মুড়ি খায় কত ছলে আর বলে।
বাজায় বাঁশি শিশু উড়ি দেয় ঘুড়ি,
মেলা থেকে কেনে শিশু মোলা আর মুড়ি।
আয় শিশু পায় পায় ডাকে তার মায়,
আদর করে হাত বুলে দেয় তার গায়।
শিশু যায় হাঁটি হাঁটি কাঁপে তার মাটি,
হাসিয়া দেখায় শিশু দাঁত দুই পাটি।
ধূলি মেখে সারাদিন করে শিশু খেলা,
নীড়ে যায় ফিরে শিশু প্রতি সন্ধ্যাবেলা।
ধূলি গা দেখে যখন মা করে রাগ,
ঘরে গিয়ে শোয় শিশু না খেয়ে ভাত।
মোঃ আনিসুর রহমান আগুন, কবি ও সাংবাদিক