সব
facebook apsnews24.com
সুমাইয়া বান্নার কবিতা 'ধর্ষিতার আত্নচিৎকার অথবা বিতর্ক' - APSNews24.Com

সুমাইয়া বান্নার কবিতা ‘ধর্ষিতার আত্নচিৎকার অথবা বিতর্ক’

সুমাইয়া বান্নার কবিতা ‘ধর্ষিতার আত্নচিৎকার অথবা বিতর্ক’

সুমাইয়া বান্না

যদি
মনে করো
শারীরিক কিংবা মানসিক
ধর্ষণের
কারণ
নারীর পোশাক
এবং
এ নিয়ে
বিশাল বিবৃতি
লিখে
কামিয়েছো
হাজার হাজার
লাইক, কমেন্ট, শেয়ার
তারপর
আচমকাই
জানতে
পারলে
ধর্ষণের
স্বীকার
হয়ে
হাসপাতালের
জরুরি
বিভাগে
শুয়ে যন্ত্রণায়
কাতরাচ্ছে
তোমার
দূরন্ত, ফুটফুটে
পাঁচ বছরের
ছোট্ট বোনটা।
তখন তোমার বিবেক কি নাড়া দেবে?
রক্তক্ষরণ হবে কি তোমার হৃদয়ে?
অভিনন্দনে উল্লাসিত জনগোষ্ঠীর কেউ
যদি জানতে পারে
তোমার পারিবারিক এই নারকীয় ঘটনা
এবং সেই যদি বিশালকার এক অজগর হয়ে তোমাকে ছোবল দেয়
আর তুমি রক্তাক্ত হয়ে উচ্চারণ করো
এমন একটি বাক্য যা তোমার বিবৃত দেওয়া লেখাকে বিকৃত করে সাথে সাথেই
তোমাকে দুমুখো সাপ বলে আখ্যায়িত করে
তুমি দম বন্ধের উপক্রম হয়ে উচ্চারণ করলে এক কঠিন, তিক্ত সত্যি
জানিয়ে দিলে অভিনন্দনে উল্লাসিত জনগোষ্ঠীকে
“হে পৃথিবী, শারীরিক কিংবা মানসিক ধর্ষণের জন্য
শুধুমাত্র নারীর পোশাক কখনোই দায়ী নয়”
তখন তোমার এই কঠিন, তিক্ত বাণী শুনে
ক’জন নারী-পুরুষ মেনে নিবে তা আমার জানা নেই।
তবে সুস্থ হয়ে ফিরে একদিন তোমার বোনও
জনসম্মুখে চিৎকার করে বলবে
ধর্ষণের জন্য শুধুমাত্র নারীর পোশাক নয়,
মানসিকতাও দায়ী।
তবে জেনে রেখো, একদিন এই সমাজ কিংবা রাষ্ট্র
পরিবর্তন হবে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগে।

সুমাইয়া বান্না

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj