সব
facebook apsnews24.com
জি.এম.শিমুলের কবিতা ‘সমাজ হোক দুই ভাগে ভাগ’ - APSNews24.Com

জি.এম.শিমুলের কবিতা ‘সমাজ হোক দুই ভাগে ভাগ’

জি.এম.শিমুলের কবিতা ‘সমাজ হোক দুই ভাগে ভাগ’

জি.এম.শিমুল, রাঙ্গাবালী:

চাই না আমি রাহাজানি,
চাই না আমি খুন খারাবি।
চাই না আমি অন্যায়,অবিচার।
আমি চাই সমাজ হোক দুই ভাগে ভাগ।

কেউ থাকুক প্রাচুর্যে,
কেউবা থাকুক রাস্তায়।
ধনী থাকুক রাজার
হালে,গরিব থাকুক কুড়ে ঘরে।
তবুও যেনো নির্মুল হয় অহংকার।
টাকাওয়ালা অত্যাচারী
গরীবরা শাসিত।
ধৈর্য নাহি আমার সয্য করার মস্তিষ্কে।
আমি চাই শান্তশিষ্ট,
সমাজ হোক দুই ভাগে বিভক্ত।
মুক্তি পাবে গরিব সমায়।
অন্ধ জারা প্রাচুর্যের দাপটে,
অহংকার পতন ঘটায়সে
কথা মিথ্যে নয়।
আজ তুমি ধনীব্যক্তি
গরিব হতে কতক্ষণ।

আমি গরিব তুমি ধনী
এ বিচার নাহি করি।
অন্যায়কারী পাবে শাস্তি
সেটা সবার জানা জরুরি।
আজ নয় তো কাল তুমি
শাস্তি তো পেয়ে জাবে।
তখন তোমার অহংকার
কোথায় গিয়ে লুকাবে।

জি.এম.শিমুল, রাঙ্গাবালী:

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj